এসক্রো পেমেন্ট কি?

এসক্রো হচ্ছে এমন একটা ব্যবস্থা যাতে লেনদেন এর মাঝখানে একটি তৃতীয় পক্ষ তৈরী করা।

এতে অনলাইনে পণ্য ক্রয়ের সময়, পেমেন্ট করার পর টাকাটা এসক্রোতে ধরে রাখে।

তারপর ক্রেতা পণ্য পেলে বা সন্তুষ্ঠ হলে অর্থ ছেড়ে দিবে এবং বিক্রেতা তখন অর্থ পাবে৷

 

পেটাকা এসক্রো পেমেন্ট ওয়েবসাইট 

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ অনলাইন ভিত্তিক ডিজিটাল ওয়ালেট হচ্ছে পেটাকা. পেটাকা থেকে সহজেই এসক্রো পেমেন্ট তৈরি করা যায়.

পেটাকা ওয়েবসাইট লিংক🔗 https://paytk.net/

এসক্রো কি শুধু ই-কমার্সের জন্য?

হ্যাঁ বলা যায় যে এটা শুধু অনলাইন লেনদেন এর ক্ষেত্রে প্রযোজ্য। কারণ অনলাইনে টাকা দেয়ার পর, ক্রেতা যদি সঠিক পণ্য না পায়,

তাহলে এসক্রো ক্রেতার জন্য একটা নিরাপত্তা দিয়ে থাকে।

এসক্রোতে কার বেশী সুবিধা।

এসক্রোতে আসলে ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই সুবিধা। অবশ্যই বেশী সুবিধা ক্রেতার।

যেসব বিক্রেতা ক্রেতার টাকা দিয়ে ব্যবসা করতে চান। তাদের জন্য একটু অসুবিধা বলা যায়।

এসক্রো কিভাবে কাজ করে?

একজন ক্রেতা যখন কোনো মার্কেটপ্লেস বা অনলাইন শপে পেমেন্ট করে তখন টাকাটা ক্রেতার কার্ড বা অ্যাকাউন্ট থেকে এসক্রোতে চলে যায়।

ক্রেতা যখন পণ্যটি পেয়ে যায় অথবা একটি নির্দিষ্ঠ সময় (1 দিন/ 2 দিন/ 3 দিন/ 7 দিন) তখন ধরে নেয়া হয় যে- ক্রেতা সন্তুষ্ঠ,

তখন এসক্রো বিক্রেতার একাউন্ট টাকাটা ট্রান্সফার করে দেয়। ক্রেতা পণ্য পেলে সিস্টেমে যে আপডেট দেয়া হয়, তার অনুকুলে বিক্রেতাকে অর্থ দিয়ে দেয়া হয়।

এসক্রোতে পেমেন্ট করার 3 থেকে 15 দিনের মধ্যে ক্রেতা কোনো অভিযোগ না করলে অর্থ বিক্রেতার কাছে চলে যায়।

তাছাড়া, ক্রেতা যেকোনো সময় এসক্রোতে আটকে থাকা টাকা বিক্রেতাকে দিয়ে দিতে পারবে৷

PREMIUM DOMAIN Sell